হঠাৎ পরিচয়
মোহাম্মদ মুজিবুল হক
তারিখঃ ১০/০৩/২০২১
“”””””””””””””””””””””””””””””””””””
কলেজ থেকে বাসায় ফেরার পথে তার দেখা। সহাস্যে সালাম দিয়ে বলে, আপনাকে চেনা চেনা মনে হয়। আপনি যদি কিছু মনে না করেন তবে আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। আমি বললাম, ঠিক আছে চলুন ঐ ছায়া ঘেরা শাখা-প্রশাখা পল্লবিত বাদাম বৃক্ষের নিচে বসা যাক। গ্রীষ্মের মধ্যাহ্নে মৃদুমন্দ সমীরণ আর বিহঙ্গের কলকাকলীতে চারপাশের পরিবেশটা বেশ উপভোগ্য হয়ে উঠলো। পরিচয় পর্বটা এই পরিবেশকে ছাপিয়ে আরো দারুণভাবে এগিয়ে চললো। যেনো পরস্পর হারানো মানিক খুঁজে পেলাম। জীবনের মানেটা বুঝে নিলাম।
একজন বিশ্বস্ত বন্ধু চরম বিপদের সময়ে যেভাবে পাশে থাকে;আস্থা ও নির্ভরতার প্রতীক হতে পারে, উভয়ের আলাপচারিতায় তা-ই বুঝতে পারলাম।
জীবনের পথ পরিক্রমায় হাজারো মানুষের সাথে মিশতে হয়। কিন্তু জীবনাচরণে প্রতিটি ক্ষেত্রে সবাইকে বিশ্বাস করা যায় না। এই বিশ্বাসের ভিতটা গড়ে উঠে সেই মানুষটার সুদৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্যের উপর।
ভোগ নয়,ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে কেবল পরার্থে জীবন উৎসর্গ করার মন মানসিকতা যার মধ্যে নিহিত থাকে, সেই হতে পারে প্রকৃত বন্ধু। আসলে তিনিই হন প্রকৃত মানুষ।
দু’জনের আলাপচারিতায় কখন যে দুপুর গড়িয়ে গেল তা ঠের পেলাম না। দিনমণি অস্তাচল গমনে উদ্যত।পাখি নীড়ে ফিরছে। আমরাও নিজ গন্তব্যে ফিরে যাবো। কিন্তু হঠাৎ দেখতে পেলাম এতক্ষণ সাথে থাকা বন্ধুটি কোথায় অদৃশ্য হয়ে গেলো। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো।তাহলে এতক্ষণ কোনো অশরীরী আত্মার সাথে কথা বলেছিলাম?
আজো আমি সে ধরণের একজন বন্ধুকে খুঁজে ফিরি।