শিরোনাম : আকাশ সৃজন
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ১৪/০৩/২০২১
রাত যত গভীর হয় তারাদের স্বপ্ন পূর্ণ হয়, আকাশ সৃজন,
বলছে আকাশ সৃজন, তারারা আকাশের প্রিয় সুজন।
আকাশের উদার পুকুরে স্নান করে তারার মত্ত রাশিরা,
যেন তরঙ্গে তরঙ্গে ভাব জমে যায়, তারা আর কবিতারা।
রাতের মৃদু বাতাস এত মধুময় যে উপভোগ করে তারার রাশি,
তার পাশে লিখে দেয় আকাশ তোমায় ভালোবাসি।
জানা-অজানা হাজার স্বপ্ন খেলা করে নীল গগনে,
ধরার বুকে তার ছায়া পড়ে ছায়া ছন্দ রূপে মাটির উঠানে।
কম্পিত হিয়া দুহাতে ছুঁতে চায় জোছনার প্রিয় আলো,
হৃদয়ের কাছে মেলে ধরে হাসি, এর চেয়ে নেই কিছু ভালো।
তারার রাশি দেখে রাতের নির্জনে কবিতায় হয়ে যায় ভুল,
তাই শুনে তারারা আমার অরণ্যে পাঠালো গানের বুলবুল।
সেই থেকে প্রকাশিত হলো হাজার গানের রচনা,
তাই বুঝি পাখি আর প্রকৃতির প্রেম হল সূচনা।
উদাস দুপুরে নয়তো কোন ছন্দের ভোরে তারারা ঘুমায়ে,
হয়তো তখন জাগবে যখন আসবে চিঠি রাতের নীল খামে।
বুনো পাহাড়ে যখন পড়ে চাঁদের ছায়া যেন ঐ অবগুন্ঠন,
নতুন এক মেঘদুত এসে যেন নিভিয়ে দিলো আলোর লণ্ঠন।
শব্দহীন স্তব্ধতায় ধ্বনি ঘুমায় আকাশের রাজধানীতে,
রহস্য নিলয় হৃদয় বারতা গগন চায় তারা ভালোবাসিতে।