পুষ্পের অবহেলা
✒ কলমে
জি এম ফয়সাল ✒
১২/৩/২০২১
পুষ্প তোমারে ধরিয়া বাড়িতেছে
আমার মনের ব্যাকুলতা।
কিন্তু তুমি ঝরে পড়লে
হবে যে সেটা অবহেলা।
তুমি যতক্ষণ সতেজ,
আমি যে ততক্ষণ তোমার প্রিয়।
আমি যে তোমার প্রিয়।
হাজার লোকের কাছে তুমি যে শ্রেষ্ঠ
যে ফুলের সুভাসে মন সতেজে হয় শুদ্ধ।
আমি তারি মাঝে সেই পবিত্রতা খুজি।
কিন্তু ভুলে যায় প্রতি দিন
ফুলের মাঝে ভোমরের আনাগোনা দেখি।
ফুল তুমি থেকো কলির ভিতর লুকিয়ে
নয়লে তোমার ওযে ঝরে পড়তে হবে বেখেয়ালে ।