দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতাঃ-ধৈর্য্যর অধ্যবসায়
কবিঃ- প্রগতি চাকমা
তাংঃ- ১৩/৩/২০২১
ধৈর্য্য হলো মানুষের গুণ
জীবন যুদ্ধের হাতিয়ার,
সকল কাজের সফলতা আছে
ধৈর্য্যকে করো ব্যবহার।
ধৈর্য্য, অধ্যবসায় আর পরিশ্রম
তিনটি থাকলে একসাথে,
সব বাঁধা পেরিয়ে তুমি
যাবে একদিন জিতে।
ধৈর্য্য মানে অপেক্ষা করা নয়
কষ্ট করে এগিয়ে যাওয়া,
ধৈর্য্য রাখো বিপদের সময়
পূরণ হবে সব চাওয়া।
যতই বাধা আসুক তোমার
ছেড়ে দিও না হাল,
ধৈর্যের সাথে মোকাবিলা করো
সফল হবে আজ না হয় কাল।
ধৈর্য্য হলো মানসিকতার ক্ষমতা
লক্ষ্য যদি হয় মূল্যবান,
বিশ্বাস রেখো ধৈর্য্যের উপর
যদি হও জ্ঞানবান।
যতই আসুক বিপদ তোমার
ধৈর্য্য হবে হাতিয়ার,
যুদ্ধ করো সাহস নিয়ে
জিতবে তুমি শতবার।