শিরোনাম : তোমার নামে সন্ধ্যা নামে
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ১৩/০৩/২০২১
তোমার নামে সন্ধ্যা নামে, কবির কলমে আপন হিয়ায়,
কবির সৃজন কলমে তুমি আছো বুঝি বনমল্লিকায়।
বন পথে কত ছায়া বীথিকা পড়ে আছে অবহেলায়,
তোমার নামে ঝরা ফুল ঝরে, কুড়াতে এসো বনমল্লিকায়।
হাসি চন্দ্রমুখী মুকুল ছায়া ঘেরা বাগান আম্রকানন,
মহত্ত্বের ওসিলায় তোমার নামে সূর্য রবি ঐ সহস্র কিরণ।
মাধুরীময় অধরের হাসি অনুরাগ সঞ্চিত সন্ধ্যার পরশ,
তোমার নামে সন্ধ্যা এলো, তবুও সুন্দর লাল কালো আরশ।