বিভাগ—কবিতা [তারিখ ০৯/০৩/২০২১ইং]
কবিতা—-প্রেরণা চাইনা
কলমে✍️এম এ হালিম শিশির
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””!
মেকি প্রেরণার প্রফুল্লতায় চাইনা হতে অভিভূত,
স্বচ্ছতার দিকনির্দেশনায় হতে চাই আমি বিগলিত।
দুর্গন্ধকে চাইনা আমি, জড়িয়ে থাকেও যদি প্রশংসা,
সুগন্ধি চাই অন্তরমহলে যদিও পাই তুচ্ছতাচ্ছিল্যতা।
লেখা আর দেখার মাঝে এখন নেই একাত্মা,
পরিচিত আর সুনামের জন্যেই ব’লে এখন মাশাল্লাহ।
সত্য আর মিথ্যা যদিও হাদিস কোরানে আকাশ-পাতাল
মানুষের কাছে সত্য মিথ্যা দ্বিখণ্ডিত করে দেখার নাই এখন কোনক্রমেই ভাবনার স্বচ্ছতা।
প্রশংসার চাই, স্বচ্ছতার নির্বিঘ্নে হোক তার আলোচনা,
মিথ্যার হোক প্রতিবাদ করুক মুখেমুখে সমালোচনা।
আমি শিশির আমিত্ব নিয়ে করিনা যেন বড়াই
মানুষের যোগ্যতার সুঘ্রাণে নিজেকে যেন গড়াই।
পর্যাক্রমে একেক করে দিতে সবাইকে অনুপ্রেরণা
গুণীদের মানসম্পন্ন লেখালেখির হয়না গ্রহণযোগ্যতা।
আমি চাই’না অপরকে কাঁদিয়ে নিতে সম্মানের স্মারক,
সবাইকে নিয়ে সুখনান্দে থাকতে চাই দ্বিপ্রহর।
কেউ করবে সুনাম এই লেখার, কেউবা করবে দুর্নাম,
নিঃস্বার্থতা যার মনে আছে পরিপূর্ণতার চাষাবাদ,
সেই’য়ে বলবে লেখার উপলব্ধি যথাযোগ্যের প্রকাশ।
আমি ভাই ক্ষমা চাই, ক্ষমা করো মোরে,
মেকি প্রশংসার অনুপ্রেরণা না দিয়ে দিকনির্দেশনা দিও মোরে বারেবারে।
—————————————————————–