কোনো বাধা মানবো না
– আলী হোসেন
এভাবে পথের মাঝে কেউ দাঁড়ায় ?
একটু এদিক ওদিক হও
আমাকে দিগন্তরেখা দেখতে দাও
দেখি, আমার কাঙ্খিত সুন্দর কতদূরে
দেখি, আমার গন্তব্য কতো কাছে
দেখি, আমার এক চিলতে আশার আলো কোথায়
দেখি, আমি ভুল পথে, না সঠিক রাস্তায়
দেখি, আমি এই পথে নিঃসঙ্গ না দলবদ্ধ
একটু সরো, সরে দাঁড়াও, সরে দাঁড়াও-
জেনে রাখো
আমি ক্লান্ত নই
আমি দুর্বল নই
আমি ভীতু নই
আমি যে কোন মূল্যে মন্জিলে যাবোই।