মায়ের হাসি
মোহাম্মদ আরিফুল ওসমান
বীর শহীদরা দেশের মাথা
বাংলার বুকে আছে গাঁথা,
খুলে দেখি বইয়ের পাতা
লাল পতাকা সুখের ছাতা।
বই থেকে আজ সবে জানি
বাংলা ভাষা আমরা মানি,
পাক বাহিনী মায়ের বাণী
করতে ছিলো জোরে হানি
রাজাকারে সাধুর বেশে
মুখোশ পড়ে ছিলো দেশে,
তাদের জন্য বাংলাদেশে
মা-বোন পীড়ন হলো শেষে।
দেশ প্রেমেতে রক্ত ঢেলে
লাশ হয়েছে দামাল ছেলে,
ইতিহাস’টা দেখো মেলে?
কিভাবে আজ স্বাধীন পেলে?
পাক হানাদার ধ্বংস করে
দেশ প্রেমিকরা গেলো মরে,
শান্তি আনে দেশের তরে
মায়ের হাসি ফুটলো পরে।