কবিতা :- বিদুষীর আত্মকথা
কলমে :- শুভ্রজিৎ মণ্ডল
তুমি এক পুরুষ প্রেমিক,যদি ছলনার সুরে বলো-
প্রেম চাই, না-চাই মিথ্যে জীবন?
তোমার কাছে অসহ্য মনে হলেও আমি এক ‘মা’-
নিশ্চয় চাইবো দুইয়ের সহাবস্থান!
যখন আমার মনে ভীষণ ভাবে গুরুত্বশূণ্য তুমি,
নিরুপায় হয়ে করো কাঁদা-কাঁদি।
আমি জাতিতে নারী দূর্বল হৃদয়ে আসে মমতা –
লক্ষ আশায় আবার বুক বাঁধি।
নিঃসঙ্গ ক্লান্তির ঘোরে যখন খুঁজি
একটু সান্ত্বনার সুর,
তুমি তখন উপেক্ষার শক্ত চাদরে ঢাকতে চাও
আপনার মুখ।
জীবনের হাজার যন্ত্রনায় বাকরুদ্ধ
থাকে যে আমার,
কেন তবে আকস্মিক বজ্রপাতে নিঃশব্দে ভাঙে
সকল দুঃস্বপ্নের সুখ!
আমার কাছে সেই প্রেম নয় কোন মহত্ত্ব,
ছড়ায় যে রক্তে রক্তে শুধু দুর্গন্ধ মরণ!
তীব্র যৌন ক্ষিদে অসহায় নারীগর্ভে–
যখন জন্মদেয় অবাঞ্ছিত জারজ সন্তান!
আমি এক রসহীন প্রেমিকা, শুষ্ক দু-চোখে
দিনভোর দেখি
হাহাকারে ঝরে পড়া বঞ্চিত জীবনের
নিদারুণ অব্যক্ত ব্যাথা।
সুখ-ঐশ্বর্য, প্রণয়-প্রীতি, রসময়ী নৃত্য
সব দিয়েছে ফাঁকি,
তাই আমার কলমে কেবলই লেখা হয়
স্বৈরাচারের মৃত্যু কবিতা।
আজ কর্তব্যের দায়ভার সংশয়ে দাঁড়িয়ে,
বেশ কিছু অনাহারী ক্ষুধার্ত মুখে–
দু’বেলা দুমুঠো অন্ন তুলে দিতে।
তাই বুঝি বিবেকের চেতনায় প্রতিদিন ছাই হয়
‘বিনোদনী প্রেম’–
প্রতিবাদী ইচ্ছার প্রতিভূ হয়ে অধিকার ফিরে পেতে।
সমাপ্তি ➤
হিঙ্গলগঞ্জ, ভাণ্ডারখালী, ৭৪৩৪৩৯
রচনা কাল :- 05/12/2020
লেখাটি হৃদয়ে দাগ কেটে গেলো। কবির জন্য শুভ কামনা।