বসন্তকাল
মোহাম্মদ আরিফুল ওসমান
মাঘের পরেই ফাল্গুন এসে
সবার মনে প্রমোদ দেয়,
পাখপাখালির মধুর সুরে
প্রাণটা আমার কেড়ে নেয়।
গাছগাছালির নতুন পাতা
দেখেই আমি মুগ্ধ হয়,
সবুজ গাঁয়ে ফুটছে ফসল
আমার অাঁখি চেয়ে রয়।
ফুল বাগানে কসুম ভরা
প্রজাপতি উড়ছে হায়,
ভ্রমরের দল ফুলের মধু
ইচ্ছে মতো চুষে খায়।
ঊষা দুপুর কোকিল ডাকে
হৃদে আমার তৃপ্তি পায়,
দোয়েলের ওই মিষ্টি সুরে
সকালে ঘুম ভেঙে যায়।
ঋতুর রাজা রূপের বাণী
বসন্তকাল সবাই কয়,
ঋতুর জন্যই বাংলাদেশের
কৃষিজীবীর হলো জয়।