পিতৃঋণ
সুদত্ত রঞ্জন বড়ুয়া
০৮-০৩-২০২১ইং
নারায়ণগঞ্জ
আমার পিতা সবার সেরা
আদি শিক্ষা গুরু,
তাঁহার হাতে খড়ি আমার
শিক্ষা হলো শুরু।
সবার পিতা মাথার ছাতা
জ্ঞানী গুণীরা কয়,
বিপদ কালে সব বিলিয়ে
মোদের পাশে রয়।
শাস্ত্রে বলে পিতা ব্রম্মা
এমন ভাবে মানো,
ভক্তি ভরে শ্রষ্টা রূপে
সবাই মনে জানো।
মাথার ঘাম পায়ে ফেলায়
কতো কষ্ট করে
পিতৃ ঋণ শোধ হবে না
ইহ জীবন ভরে।
যাহা শিখেছি ভবের মাঝে
পিতার অবদান,
পারেনা কেউ শোধ করতে
এই প্রতি দান।
পিতা আমার নির্ভরতা
আঁধার রাতে আলো,
আমার পিতা সবার সেরা
জগত সেরা ভালো।
(কবি স্বত্ত্ব সংরক্ষিত)।