পরিচয় হীন হিজরা (বাস্তবতা থেকে গদ্য রচিত কবিতা) (কাব্যগ্রন্থ :-বিষের ছুরি)
লেখক মো:শরীফসানজিদ:
,,,,,, ,, ,,,,,,,,,,,,,,,,
অনেক যন্ত্রণা একটা সন্তান প্রসব, মা ছাড়া বেশি কেউ জানে না;
তবুও একটা সন্তানের মুখের আশায়,কত ত্যাগ;
কাউকে স্রষ্টা কন্যা,কাউকে পুত্র,আবার কারো প্রতিবন্ধী, কাউকে আবার হিজরা?
তবে সব তো স্রষ্টারি দান,
বাকি শিশুদের মত হিজরাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়;
সে তার সন্তান নই’ হিজরা বলে, কারণ তার জন্য কলঙ্কিত,
এমন বাক্য মনে নিয়ে,গৃহ হতে বাহির করা হয়
তারা রাস্তাই নেমে অশ্লিল আচরন,আর নগ্ন হয়ে; অর্থ নেয়
ওঠা যদি খারাপ চোখে দেখা হয়, তবে বাড়ি থেকে বের করে দেওয়াটা খুব ভাল ব্যাপার?
যৌবন জ্বালা সকলের আছে, তবে কি তাদের নেই?
স্বামী সঙ্গে থাকবে, তার চাহিদার একটুও মিঠবে;
তবে সে, সেগুলো হতেও বঞ্চিত, অধিকার বঞ্চিত,
সবাই সবার অধিকার চাই, সকলের বাঁচার স্বাদ তবে এদের নেই?
কারণ সমাজ জানে এরা হিজরা,তাদের কে শিক্ষা ব্যবস্তা হতেও দুরে টেলে দেওয়া হয়;এরা পরিচয় হীন?
এমন মনস্ক কে দুর করে দাও,এরা স্বামী থেকে বঞ্চিত ,তাই এদের শিক্ষা ব্যবস্তা হতে দুরে টেলে দিও না?
এদের বেচে থাকার শক্তি পেলে, রাস্তায় নগ্ন হতো না?
এদের বরন-পোষণের দায়িত্ব নেন?
এরা আপনাদের বোঝা না, দেশ সমৃদ্ধ করতে সকলের এগিয়ে আশার প্রয়োজন,
আর হিজরা বলে সন্তান কে অধিকার বঞ্চিত করবেনা
১৫/০১/২০১৯
গাজীপুর