দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম:- নারী বন্দনা
কলমে:- সুদীপ সাহা
তারিখ:- ০৭/০৩/২০২১
নারী তুমি দেখিয়েছ অপার মহিমা
বন্দনা করি আজ তোমার গরিমা।
জীবন মাঝে তুমি সবার সাথে
তোমায় স্মরণে এগিয়েছি নতুন পথে।
নারী তুমি শক্তির শুভ সূচনা
তোমার নেই কোন তুলনা।
অসুর দমন তোমারই হাতে
তাইতো তোমার পূজায় সবাই মাতে।
নারী তুমি কত না রূপের মাঝে
অনন্যার মুকুট আজ তোমারই সাজে।
কখনো মাতা, কখনো তুমি ভগিনী
কখনো আবার হয়েছ সহধর্মীনি।
নারী তুমি পাহাড় চূড়ায় করেছ পদার্পণ
গভীর সমুদ্রে শুনেছি তোমার স্পন্দন।
মহাকাশে করেছ তুমি চারণা
তাইতো নারী তুমি আমাদের প্রেরণা।
নারী তুমি দিয়েছ শিক্ষা, করেছ সেবায়িত
সকল প্রাণে হয়েছ চির পূজিত।
তোমার কর্মে তুমি যে সেরা নারী
করজোড়ে আজ তোমায় প্রণাম করি।