দৈনিক কবিতা প্রতিযোগিতা
“ঘৃণা করি
মোঃ আজিজুল হক
ভারশোঁ,মান্দা- নওগাঁ,রাজশাহী
০৭-০৩-২০২১ ইং
আঁটুলির মতো,
সদা সর্বদা ব্যাস্ত,
দিন নেই,
রাত নেই,
সারা শরীর থেকে,
রক্ত চুষে নেয়,
তাদেরকে মন থেকে,
ঘৃণা করি।
দু,পায়ে মলিয়ে
মানুষত্ব্যকে কুরবানী দিয়ে
একটু সুখ
ভাল থাকার আশায়,
আপনজনকে দূরে সরে,
পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রম,
তাদেরকে মন থেকে,
ঘৃণা করি।
সরলতার সুযোগে,
মানুষ হয়ে মানুষকে,
ক্ষমতার বলে,
শ্রমের মূল্য ফাঁকি দিয়ে,
শ্রমিকের ঘামে,
গড়েছে অট্টালিকার পাহাড়
মন থেকে,
ঘৃণা করি।
গরীবের ভোট নিয়ে,
ক্ষমতা এসে,
ভুলে যায়,
সকল দেয়া প্রতিশ্রুতি,
লেনা-দেনায় ব্যাস্ত,
শ্রমিকের ঘাম,
একদিন আগুন হয়ে,
জ্বলে উঠবে,
আমি সেই ক্ষমতাকে
ঘৃণা করি।