ইয়াবা ও ট্রাকসহ জীবননগর থানা পুলিশের হাতে আটক- দুই
হৃদয় আহম্মেদঃ
জীবননগর থানার অফিসার( ইনচার্জ) ওসি সাইফুল ইসলামের দিকনির্দেশনা প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে থানা পুলিশ।এরই ধারাবাহিকতা রবিবার ( ৭ -ই মার্চ) রাত ১ঃ০০ টায় গভীর রাতে থানা পুলিশের এসআই তাইফুজ্জামান, এএসআই পলাশ গোপন সংবাদ এর মাধ্যমে একটি সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর থানাধীন বসতীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জীবননগর আশতলা গ্রামের মৃত মীর আলাউদ্দীনের ছেলে মেহেদী হাসান শাপলা (৩৫), ও একই থানা ( পৌরসভা) এলাকার শাপলাকলিপাড়ার মৃত আরফান আলীর ছেলে সোহেল &রানা (২১)কে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাকসহ হাতেনাতে দুই জনকে আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।