শিরোনাম : ফাগুনের কুয়াশা
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ০৬/০৩/২০২১
ফাগুনের কুয়াশা আহা কত মায়াময় যেন সৃজন মোহ,
কৃতজ্ঞ রাজা ফাগুন বলে ওহে কুয়াশা হাজার সালাম লহ।
স্বরূপ নির্ণয় করে মন্তব্য করে, ফাগুনের যত গুণগ্রাহী,
কৃষকের গান আর মাঠের কবি যেন ফাগুনের হৃদয়গ্রাহী।
ছিন্ন পথিক পথের স্রোতেই শীতে একটু খানি না পাওয়া,
আশায় বুক বেঁধে সেই ফাগুন দিল, সেই টুকুতেই দখিন হাওয়া।
ফাগুন হাওয়া মাহিমময়ী যেন বাতাসের আশীর্বাদ,
পূর্ণ পূর্ণিমা উঠেছে গগনে শিয়রে তার ফাগুনের সাধ।
সারাদিন ব্যাকুল উৎকণ্ঠা, যদি আসে ফাগুনের বরষা,
তৃষাতুর অহর্নিশ অন্তর আমার কে দেবে মনে ভরসা।
শান্ত আঁখি স্নিগ্ধ কোমল গগনস্পর্শী ঐ ফাগুন,
ভালোবাসার মাধুর্য কত গাঢ় যেন না লাগে আগুন।
ফাগুনের রূপরাশি দেখেছে রাজার ছেলে নয়নে,
নদীর তীরে যাবে ফাগুন হাওয়ায় মেতে যেন ধীর চরণে।
চপল চঞ্চল প্রিয় হিয়া তার যেন মৌনব্রত আলোর পরশ,
রোমাঞ্চ রেখা মনে ভাবে রাজপুত্র ফাগুনে যেন সজল আরশ।
ফিরে নিভৃত কুটিরে দেখে নেই দুখির মনে কোনো ফাগুন,
রাজসভা মাঝে কহে রাজপুত্র এ বুকে লেগেছে আগুন।
ওই দিন আমি হবো সুখী, সবার সুখ আনবে ঐ ধরণী,
মহা অরণ্যে আঁধার কাটবে হাসবে আমার প্রিয় জননী।