দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগ- পদ্য কবিতা
বিষয়- উন্মুক্ত
শিরোনাম- বীরাঙ্গনা -০২
কলমে-ফয়সাল আহম্মেদ
তাং- ০৫-০৩-২০২১
দেখতে দেখতে হয়ে গেল মোদের স্বাধীনতার পঞ্চাশ বছর
পাড়া গায়ের বীরাঙ্গনা তারামন বিবি আজো জানেনা সে খবর
সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বেঁচে আছে আজো দুঃখী তারামন
দুচোখে অশ্রু ঝরে ঝর্নার জলের মত অবিরত অবিরাম সারাক্ষন
একাওরে তারামন বিবির বয়স ছিল সবে মাত্র পনের কিংবা ষোল
একদল পাক সেনা রাজাকার সহ হুট করে তার বাসায় ঢুকে গেল
চোখের সামনেই দেখলো তারামন শশুর আর শাশুড়ির রক্তাক্ত লাশ
স্বামীর সামনে হায়েনারা সবাই মিলে করলো তারামন বিবির সর্বনাশ
আজও তারামন বিবি পারেনা ঘুমাতে উওাল মার্চের কথা ভেবে
জানিনা তারামন বিবি আবার মুখ খোলে কথা বলবে হাসিমুখে কবে
হাজারো তারামন বেঁচে আছে আজো স্বাধীন বাংলায় নিঃস্ব হয়ে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করি চলো এসব বীরাঙ্গনাদের নিয়ে