কবিতা:- ফারাক
কলমে :- শুভ্রজিৎ মণ্ডল
তারিখ :- 24/02/2021
সে ছিল অতীত আমার আপন,
যেখানে অন্তর মিশে ছিল অন্তরে।
জানো বন্ধু, মানবসত্তা নরক মাঝেও–
আপন জনকে খুঁজে ফেরে।
আধুনিক পৃথিবী ঢাকে ক্ষুধার মরণ জ্বালা–
স্যাটেলাইটের চাদর দিয়ে।
এদিকে জীবন বিশ্বমানব দ্বারে, শান্তি খোঁজে
স্বার্থের ধর্ষিত গান গেয়ে।
আধুনিকের বিরাট দাপট কামান-বোমা,
অগ্নিগোলা–উন্নয়নের উথাল মেলা।
সারি সারি মরছে মানুষ, জমছে এসে–
পদ্মাপাড়ে লক্ষ খানেক লাশের ভেলা।
কেমন করে ফিরবে মনুষ্যত্বের সেই
বিনয়ী জাতি, যাকে নাকি মানুষ বলে!
বলো বন্ধু, কতদিন যাবৎ এই আঁধারে
থাকবো বেঁচে, বিনাশের পথ চলে!
যেখানে প্রেমের নয়নে লালসার নেশা,
আপনে ডুবতে যাচ্ছে সময়!
বোনের দুঃখ ভাই শুনবে কখন,
বলার মতো নেই কোন প্রত্যয়!
অন্তরে অন্তরে ধ্বংস সাধন, এ কোন দুঃসময়!
চলছে সদাই জগৎ জুড়ে ভণ্ড সুখের তীব্র লড়াই।
মানুষ হয়ে মানুষ মাঝে আপন হতে লাগে যে ভয়!
সব জেনে মন মানুষ আমি, এটাই যেন ভুলে না যাই।
ঈর্ষা করে কারা যেন এই স্বর্গ কাননে
দিয়েছে পাপের রক্ত দাগ!
মমতার চোখে শিয়ালের লোভ
কি আছে পশুতে-মানুষে ফারাক!
🌾🌾🌾 সমাপ্তি 🌾🌾🌾
রচনা কাল :- 21/02/2021
ভাণ্ডারখালী, হিঙ্গলগজ্ঞ, ৭৪৩৪৩৯