. দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতার নাম: আমি প্রেমিক
কবি: মোঃ আবু ইউসুফ
তারিখ:০৫/০৩/২০২১
ভাবছো তোমরা মনে মনে করছো কানাকানি
কবিরা সাদামাটা কভু আধুনিক হয় না জানি।
কিন্তু আমি কবি নহে আমি প্রেমিক।
আমি নবীনের নাথ, আমি বিমল রোমান্টিক।
আমি কবি নহে আমি প্রেমিক।
আমি নক্ষত্রের মতো জ্বলতে থাকা তেলাকুচা
আমি মসৃণ পথের পথিক,
আমি কবি নহে আমি প্রেমিক।
আমি দূর্বার, আমি দূর্জয়।
আমি দিলির, আমি অভয়।
আমি অভীক,
আমি কবি নহে আমি প্রেমিক।
আমি অহং ত্যাজে জ্বলি,
আমি নিত্য পথে চলি,
আমি অন্যায়ের করি প্রতিবাদ।
আমি দূর্দম, আমি সাম্যবাদ।
আমি বাস্তবিক,
আমি কবি নহে আমি প্রেমিক।
আমি জ্ঞান অন্বেষী, আমি স্বন্নাসী,
আমি নজরুলের অগ্নিবীণা, আমি বিষের বাঁশি।
আমি অসি, আমি মসি,
আমি কিশোরের বিমল হাসি।
আমি ভালবাসি আঁধার,
আমি রবি, আমি শশি।
আমি ধার্মিক,
আমি কবি নহে আমি প্রেমিক।
আমি পথ, আমি রথ, আমি প্রহরী,
আমি সত্যের পূজারী।
আমি শমসের, আমি কেশরী।
মোর বদনে তরুণ প্রাণ
আমি জোরপ্রান,
গাহি সাম্যের গান।
আমি সূরসৈনিক,
আমি কবি নহে আমি প্রেমিক।
আমি গীতিকার, আমি সুরকার,
আমি অনুকম্পার পারাবার।
আমি নান্দনিক,
আমি কবি নহে আমি প্রেমিক।
আমি কবি নহে আমি প্রেমিক।।