প্রতিযোগিতার জন্য
কবিতাঃ-বাষ্পীয় ইচ্ছে
কলমেঃ-বিমান বিশ্বাস
তারিখঃ-০৪/০৩/২০২১
হৃদয়ে বয়ে বেড়াচ্ছি বার্ধক্য মনের বিকৃত অসুখ,
ষড়যন্ত্রের জাল বুনেছি অসুস্থ মস্তিষ্কের প্রতিটি স্তরে স্তরে।
মস্তিষ্ক ক্ষণিকে ক্ষণিকে সাড়া দেয় ঘৃণার আরশিতে!
আমার ভাঙাচোরা প্রেমের চৌকাঠে,
হাঁড়িতে ভাত ফোটানোর মতো
ফুটতে থাকে বিস্বাদের আলখেল্লা।
আমার ঘৃণার বিপরীতে হেঁটে ভালোবাসতে ইচ্ছে করে খুব,
ভালোবাসার পেয়ালায় ছিটিয়ে দিতে চাই;
দিতে চাই তোমার লাল ঠোঁটের উষ্ণ প্রস্রবণের শিশির বিন্দু।
কিন্তু তা বাষ্পীয় যন্ত্রণায় মিলিয়ে যায়,
ভালোবাসার নিরাশার দোলাচলে মেঘের ভেলায় চড়ে।
অপূর্ণ ইচ্ছে গুলো নিথর চোখে চেয়ে থাকে বয়সের ভারে!
©All rights reserved to Biman Biswas