কবিতা–জীবনবোধের অনুভূতি [দৈনিক সাহিত্য]
কলমে✍️এম এ হালিম শিশির
তারিখ =০৮-০২-২০২১ইং
“”””””””””””””””””””””””””””””””””””””////
দিনের পর দিন আমি আপনত্ব অবহেলা বক্ষে ধারণ করে জাগতিক বাস্তবতার উপলব্ধি দেখে যাচ্ছি আর ব’লে যাচ্ছি নিস্তব্ধ করে নিজের কণ্ঠস্বরকে আমিও একদিন অব্যক্ত যন্ত্রণা হতে মুক্তি পাবো।
এই প্রত্যাশায় আশার মোমবাতি জ্বালিয়ে আমি প্রতিটি নিশিতে একাকীত্বের কল্পনায় আল্পনা আঁকি।
সমাজের বুকে যাপিত জীবনের রকমারী বিন্যাসে মাঝেমাঝে নিজেকে বড্ড সুখানুভূতিতে সিক্ত করি,
এই ভেবেই যে রাস্তার দু’ধারে পরে থাকা অবহেলিত মানুষের জীবন ব্যবস্থা কতোই’না বৈচিত্র্যময়।
তবুও তাদের মুখে নিঃস্বার্থ হাসির ফোয়ারা মাঝেমাঝে রাতের জোনাক পোকার মতো হঠাৎ হঠাৎ জ্বলে উঠে।
তাদের ছিন্নমূল জীবনের নেই কোন স্বপ্ন, ভবিষ্যতের সুন্দর আয়েসি জীবনের পৃক্ত মস্তিষ্ক যন্ত্রণা।
ঠিক তখনি আমি নিঃস্বার্থতার কিছু মেরুকরণ হৃৎপিণ্ডে জড়িয়ে ভুলে যাই আপনত্বের ব্যথা, বেদনা।
তাই এখন আমি ব্যথিত মনের যন্ত্রণা একাকীত্বের চারদেয়ালে সিগারেটের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেই,,
অতঃপর আমি ফিরি যাই স্বাভাবিক জীবনের পাণ্ডুলিপি জড়িয়ে বেঁচে থাকার নিখুঁত উল্লাসে।