শিরোনামঃ বাবার কাছে প্রশ্ন করে
কলমেঃ কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখঃ ০৩/০৩/২০২১
জন্মের পর মা মারা যায়, একটু বড় হলো বাবার কাছে,
নদীর পাড়ে বসে বাবার কাছে প্রশ্ন করে মা কোথায় আছে।
মা যেন বৃক্ষের ছায়া হয়ে এলো
যেন দূর থেকে সন্তান দেখতে পেলো
বাবাকে জড়িয়ে ধরে কত প্রশ্ন করে বাবার কাছে,
বাবাকে বলে মা যদি একবার আসতো, কেমন আছে?
বড় জানতে ইচ্ছে করে
মা যে তার স্বপ্ন জড়িয়ে ধরে
তৃষাতুর ব্যথা ছোট্ট শিশুর মনে কত প্রশ্ন জাগরিত,
বাবা চেষ্টা করে ফুল সাগরের পঙক্তিতে থাক অভিভূত।
বাবার সাথে গল্প হয় স্বপ্ন ছায়াতে
বাবা চেষ্টা করে ছোট্ট দুঃখ ভোলাতে!