প্রতিযোগিতার জন্য
বিভাগ-কবিতা
শিরোনাম-প্রশ্ন করি
কলমে-জয়া গোস্বামী
০১/০৩/২০২১
প্রশ্ন করি সূর্য কে ,তুমি অস্তকেনো গিয়েছিলে
সেদিনে বলতে পারো আমাকে?
প্রশ্ন করি ভোরের কাছে ভালোবেসে,
রবির পড়ে কেনো রক্তিম আভা দাও মুখ রাঙিয়ে!
প্রশ্ন গুলি আজব আমার আজকে!
শুধু প্রশ্ন করি প্রশ্ন করি মনেরই অজান্তে।
ইচ্ছের ডানায় ভরদিয়ে দিনের আলো মাখি অঙ্গে,
রাগ রাগীনি গাই সকাল থেকে বেহাগ সুরে
সুর গুলি সব তাল কাটুক ইচ্ছে করে!
ভালো লাগেনা সকাল থেকে প্রশ্ন করি সবাইকে!
প্রশ্ন করি দিনকে, রাত কেনো হয় এমনি ভাবে
ভয় করে ঐ গহীন অন্ধকারে দেখলে পরে!
মুখটি তখন ঢাকি আমি দুহাতে!
প্রশ্ন করি পাখিদের উড়তে চাও কেনো ,
আজ -মুক্ত আকাশে ,কি সুখ তুমি পাও
রঙিন দুটি ডানা মেলে…
প্রশ্ন করি ফুল কে ফুটলে যখন ঝরলে
কেনো ?আজ ধরনিতে এমনি ভাবে!
জবাব পাইনি আমি কারোর কাছে!
আজ আমায় দেখে নীরব কেনো সবাই থাকে,
আমার অনেক কিছু প্রশ্ন ছিলো মনে,
ইচ্ছে ঘুড়িতে যাই ভেসে উড়ি আজ আমি ঐ আকাশে!
একবার সমুদ্রের বুকে মিলি আজ মনের সুখে,
নীলিমার নীল রং মাখি আমি খুশিতে,
খুশির জোয়ারে ভাসি আজ সবার সাথে,
প্রশ্ন করে নিরব থাকি তোমার বাহুতে মুখ লুকিয়ে!!!