হৃদয় আহম্মেদঃ
জীবননগর উপজেলার সেনেরহুদায় মিতালী যুবসংঘের আয়োজনে মুজিব শতবার্ষিকী ১৬ দলের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। আজ শনিবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকাল ৩ঃ৩০ ঘটিকার সময় উথলী বাজার ফুটবল মাঠে ১৬ দলের নকাউট ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচে রায়পুর একাদশ বনাম নারায়নপুর একাদশ মধ্যে দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হয় শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, সেনেরহুদা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেনেরহুদা জান্নাতুল খাদ্য দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (আতিক), সেনেরহুদা যুবসংঘের সভাপতি আশরাফুল ইসলাম (আশরাফ), রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব স্বপন আল হামিদ সহ স্থানীয় নেতৃবৃন্দগণ।