দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগঃ কবিতা
কবিতাঃ স্বদেশ প্রেম
কবিঃ রজব আলী
তারিখঃ ২৪/০২/২১ইং
স্বদেশ হলো সব মানুষের মাতৃ সমতুল্য,
যার নেই স্বদেশ প্রেম সে পশু সমতুল্য।
দেশ প্রেম সকল মানুষের সহজাত ধর্ম,
সব মানুষের জন্য’ই চরম ও পরম কর্ম।
মা মাটি ও মাতৃভূমি ভালো বাসে যারা,
দেশের জন্য আত্ম নিয়োগ করে তারা।
রক্ত মাংস অস্থি মজ্জা অণু পরমাণু,
মায়ের শরীরের অংশ এসব অঙ্গাণু ।
জল স্থল গাছ ও পালা যত কিছু বলো,
তেমনি মিশে আছে মাতৃ ভূমির আলো।
দেশকে যারা ভালো বাসে নিবেদিত প্রাণ,
সুযোগ্য মানুষ তারা সে দেশের’ই সন্তান।
মহা মানব যত দেখ এ ভব সংসারে,
নিবেদিত প্রাণ তাদের দেশের’ই তরে।
বীর সেনানী যারা দেশের’ই সন্তান,
দেশের জন্য প্রস্তুত প্রাণ করতে দান।
স্বদেশের উপকারে মন নেই যার,
নিশ্চয় সে পশু তুল্য পাষান্ড বর্বর।