“ল্যাম্প পোস্ট ”
২৩/২/২১
দৈনিক সেরা প্রতিযোগিতা
মোহাম্মদ টুকু রহমান
নির্জন রাতে রাস্তা
চলেছি একা।
কখনো হেটেছেন?
চলেছেন?
রাস্তাটা এই রকম
রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছ
দুই ধার ঘেঁষে ফসলের
সবুজ মাঠ,
লম্বা রাস্তা চলে গেছে
দুরে কোথাও
লোকালয় থেকে লোকালয়ে ।
নির্জন রাতে হেটে চলেছি একা।
রাত যত গভীর হয়
তত মনে ভয়ের কাঁপন
আলো আধারি অন্ধকার
শরীরের কাঁপনি
কেমন যেন অনুভূতি
রাস্তা চলেছি একা।
ল্যাম্প পোস্ট,
রাতে কত ধরনের
ঘটানার সাক্ষী ।
চুরি ডাকাতি, ছিনতাই,
খুন খারাপি,
যুবক যুবতীর মাখামাখি,
ল্যাম্প পোস্ট,
নির্জন রাতের সাক্ষী ।
রাতে চলেছি একা।