দৈনিক কবিতা প্রতিযোগিতা।
শিরোনাম- ওরা পথ শিশু।
কলমে- কবির আহমেদ
তাং২৩/০২/২০২১.
জন্মই যেন আজন্ম পাপ নিরাশার অবাক চাউনি –
ঠোঁটের আব্রুতে চাপা কান্না কাঁপা কণ্ঠস্বর।
প্রতিনিয়ত আঁকা বাঁকা কণ্টকাকীর্ণ সংগ্রামী পথ-
ক্লান্তির ছাপ চোখেমুখে বিস্ময় চোখে দ্বারে দ্বারে ঘুরছে।
পেটের দায়ে উরা ঝি-চাকরের কাজ করছে হোটেলে-
কিংবা কারো বাড়ি বা রেস্টুরেন্টে থালা বাসন মাঝছে।।
এর জন্য দায়ীকে দায়ভার কে নিবে?কে বুঝবে ব্যথা?
খোলা আকাশের নিচে রাস্তার বাঁকে কাটছে দিন।
যে বয়সে নিশ্চিন্তে হাসবে খেলবে লেখা পড়া করবে –
পেটের ক্ষুধা নিবারণের জন্যে তাদের হাতেভিক্ষার থলি।
উরা পথ শিশু এই স্বাধীন দেশেই ওদের জন্ম পরিচয়-
জীবনে রৌশনাই আলোর পরশ উরা ছুঁতে পারেনি।
বঙ্গবন্ধু তো আপামার সবার বঙ্গবন্ধু এ দৃশ্য চাইনি-
তিনি চেয়েছিলেন সোনার বাংলার সোনার মাানুষ।
বিবেক বুদ্ধি লোপ পেয়েছে হারিয়ে যাচ্ছে মানবতা-
উরাতো এদেশের মাানুষ জলবায়ুর সাথে মিশে আছে।
দুনিয়ায় ভ্যাপসা গরমে উদম দেহে নিদারুণ চলছে-
জীবন জীবিকা ভালো ভাবে বাঁচার অধিকার আছে।
ফ্যালফ্যাল অসহায়ের দৃষ্টিপথে কালো মেঘের কান্না-
ওদের জীবনে পাবেনা একটু সুখ শান্তির ঝরনা?
ওরা পথ শিশু উরা উদভ্রান্ত চোখের কোনে চাপা কান্না-
ছিন্ন বস্ত্র ফ্যাকাসে চাউনি ভেবেছো কি একটি বার?
অর্ধাহারে অনাহারে কাটছে যন্ত্রণাময় প্রহর দিবস-
নষ্ট নর্দমার পাশে নিদারুণ কষ্টের সঙ্গে চলছে বসবাস।