অজ্ঞানতা দূর করতে
পড়বো মোরা -রবের নামে,
শিখবো মোরা কোরআন – হাদীস
আরো জানবো পাঠ্য বই।
মনের মাঝে -থাকবে,
অনেক জ্ঞান।
জ্ঞানের শক্তি- পৃথিবীকে
করবে ;আলোকময়।
এই ভুবনে -পুষ্প ফুটানো
লক্ষ, লক্ষ ফুল
যেন;এক-একটি শিশু
আমাদেরই প্রাণ।
ফেরি করা হাজার স্বপ্নগুলো –
হয়নাকো ;যেনো একটু ভুল।
তাইতো,সবসময় থাকবো মোরা
আঁধার ছেড়ে আলোর পথে।
সমাজ যেনো, গড়তে পারি
দ্বীপ্তিময়।