একুশের স্মৃতি
মো:লিখন হাসান
তোমার কি মনে পরে?
সেই রক্ত ঝরা একুশের কথা;
যে একুশ ছিল মোদের স্বপ্ন গাঁথা
একুশ নিয়েছে শত প্রাণ।
বিনিময়ে বাংলাকে দিয়ে গেল,
মাতৃভাষার সম্মান।
একুশে করেছি রাজ পথে আন্দোলন
দিয়েছি রক্ত তাজা প্রাণ।
আর বিনিময়ে পেয়েছি শহীদের সম্মান।
একুশ মোদের গল্প গাঁথা,
একুশ মোদের প্রাণ।
একুশ তুমি নিয়েছ মায়ের বুকের ধন
করেছ সন্তান হারা।
আজ একুশে পেয়েছি এক শান্ত সকাল
সে সকালে,শহীদের জানাই সম্মান।
একুশ তুমি দিয়েছ মুক্তি
তোমায় জানাই হাজারো সালামের উক্তি।