দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতাঃ-সুন্দর জীবনের খোঁজে
কবিঃ- প্রগতি চাকমা
তাংঃ-২০/২/২০২১
সুন্দর জীবন পেতে গেলে
মনকে করো পবিত্র,
ভালো কাজে রত থেকো
সুন্দর করো চরিত্র।
কোন কাজে অবহেলা নয়
সুন্দর জীবন গঠনে,
খারাপ কাজ করোনা কিন্তু
দূর্নাম হবে জীবনে।
নীতি শিক্ষায় শিক্ষিত হও
পাবে সুখের ধন,
ভালো চিন্তা রেখো মনে
সুখী হবে আজীবন।
মানব জীবনকে পেয়েও যারা
অবহেলায় শেষ করে,
সার্থক হয়না তাদের জীবন
দুঃখ পেয়ে মরে।
দুঃখ জনক কর্ম করে
কাটিয়ে দিওনা দিন,
ছেড়ে দাও খারাপ কর্ম
সুখ মিলবে একদিন।
কি করলে সুখ মিলবে
জ্ঞানী মানুষরা বুঝে,
ছুটছে মানুষ তাই অবিরত
সুন্দর জীবনের খোঁজে।