প্রতিযোগিতার জন্য
কবিতাঃ “বাংলা আমার প্রেম”
কলমেঃ অরুণ বর্মন
তারিখঃ ২০/১১/২০২১
প্রিয়তমা বাংলা আমার
বিধাতা কোন এক অখণ্ড অবসরে নিজ হাতে
অপরুপ সৌন্দর্যে সাজিয়েছে তোমাকে,
তোমার রূপমাধুর্যে আমি বিমুগ্ধ হই।
তোমার চন্দন চর্চিত দেহ আমার হৃদয়ে টানে।
তোমার স্নিগ্ধ গায়ের গন্ধে আমি বিমোহিত হই।
তোমার অজানুলম্বিত ভিজে চুলের
সোঁদা গন্ধে আমি মোহাবিষ্ট হই।
আবেগের আতিশয্যে জড়িয়ে থাকি তুমি আমি।
আমার প্রলম্বিত ওষ্ঠ তোমার স্পর্শে শান্তি পায়।
আমার লালায়িত জিহ্বা, আমার উদগ্র কণ্ঠনালী
তোমার সুধারস পানে মথিত হয়।
তুমি আর আমি মিশে থাকি লতার মত।
প্রেমালিঙ্গনের আবেশে আলায়িত হয় দেহ মন।
তোমার গ্রন্থিত রস পান করে বেঁচে রই আমি।
বাংলা তুমি আমার আজন্ম প্রেম।
প্রিয়তমা বাংলা আমার,
যখন দেখি আমার প্রিয়তমার দিকে
কেউ কটাক্ষের চোখে কেউ তাকায়,
তোমাকে কেড়ে নিতে চায় আমার হতে,
মাথায় খুন চড়ে যায় আমার।
বিদ্রোহের দাবানলে পুড়িয়ে দেই সারা শহর।
কুচকুচে কালো পথ রঞ্জিত করে দেই রক্তস্রোতে।
তোমার অন্তরভেদী যন্ত্রণা আমাকে ব্যাথিত করে,
আমি শহীদ হয়ে যাই তোমার জন্য।
প্রিয়তমা বাংলা আমার
তোমার কোলে মাথা রেখে আমি ঋদ্ধ হই।
আমার নিরন্তর ভালবাসার সাথী তুমি।
প্রতি বসন্তে নগ্ন পায়ে একগুচ্ছ রক্ত গোলাপ হাতে
অপেক্ষায় থাকি তোমার অভিবাদনের।
প্রিয়তমা বাংলা আমার
তুমি আমার অনন্ত প্রেম
জন্ম জন্মান্তর এমনিভাবে তুমি
জড়িয়ে থেকো আমার অতৃপ্ত হৃদয়ে।।
রচনাকালঃ ১৯/০২/২০২১
যশোর, বাংলাদেশ