কবিতাঃ কসাপের চায়ের আড্ডা
কলমেঃ মোহাম্মদ মুজিবুল হক
তারিখঃ ২০/০২/২০২১
“””””””””””””””””””””””””””””””””’’””
চট্টলার সি আর বি চত্বর
তুমি সাক্ষী হলে,
কসাপের চায়ের আড্ডায়
তুমিও সাথে ছিলে।
পড়ন্ত বিকেলে ছায়া ঘেরা
এক মধুময় পরিবেশ,
রেইন ট্রির বিশালতা ছাড়িয়ে
গড়ে বন্ধুত্বের আবেশ।
সাত রাস্তার মিলন মোহনায়
আমরাও মিলেছিলাম,
যেনো পুরোনো হারিয়ে যাওয়া
বন্ধুদের ফিরে পেলাম।
ক্ষণিকের আড্ডায় ফুটে উঠেছে
রত্নের চেয়ে দামী বচন,
সবে বললো একই সুরে এক কথা
আলোকিত সমাজ গঠন।
সাহিত্যের মধ্য দিয়ে গাইবো সকলে
মানবতার জয়গান,
সাহিত্য চর্চার মাধ্যমে করবো মোরা
আদর্শ সমাজ বিনির্মাণ।