দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনামঃ কবিতা লেখা
কলমেঃ গৌরাঙ্গ রায়
তারিখঃ ১৯/০২/২০২১ইং
কত সহস্রাব্দ অপেক্ষা করছি
একটা কবিতা লিখবো বলে;
তোমার চোখে চোখ রেখে আঁকবো
পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্মটি,
তোমার হাতে হাত রেখে পাড়ি
দেবো
প্রশান্ত মহাসাগর,
তোমার চিবুকের তলায় স্বাক্ষর
রাখবো
অনন্তকালের ছোঁয়া,
তোমার বুকে মাথা রেখে
শশী প্রভার সংজ্ঞা লিখবো নতুন
করে,
দু’জনের প্রেমলীলার ফুল ফোটাবো
বৃন্দাবনের মেঘালয়ে,
অতঃপর শুরু হবে কবিতা লেখা