নেই দ্বিতীয় ধরায়
মুহাম্মদ ইমদাদ হোসেন
মাতৃভাষা করতে রক্ষা
বীরবাঙ্গালি যুদ্ধ করে
রক্ত বুকের ঝরায়
প্রাণবিলিয়ে ভাষা রক্ষা
এমন নজির ইতিহাসে
নেই দ্বিতীয় ধরায়।
–
রক্তেকেনা যুদ্ধে পাওয়া
মায়ের ভাষা সারা বিশ্বে
দিচ্ছে ছড়াই সৌরভ
এই ভাষাটা জগতজুড়ে
হয় পালিত যথা যোগ্যে
এই আমাদের গৌরব।
—
বাংলা ভাষা এখন বিশ্বে
আন্তর্জাতিক মাতৃভাষা
ইউনেস্কোতে স্বীকৃত
বীরবাঙ্গালি ধন্য জাতি
ধন্য সালাম বরকতেরা
পাক বাহিনী ধিকৃত।
—
মুহাম্মদ ইমদাদ হোসেন
দক্ষিণ সুয়ামগঞ্জ
সুনামগঞ্জ।
০১৭১২৩৫৩৬২২
১৫/০২/২০২১