ছেলে হাড়ানোর জ্বালা
নুর আলম আহামেদ
একুশ মানে শহিদদের গলায়
হাজার ফুলের মালা,
একুশ মানে শত মায়ের বুকে
ছেলে হাড়ানোর জ্বালা
একুশ মানে কান্না আমার
একুশ মানেই সুখ,
একুশ মানে হাসি খুশি ভড়া
বাংলা মায়েরী মুখ।
একুশ মানে বাংলার মাটি
শহীদদের রক্তে লাল,
একুশ মানে স্বাধীনতা যুদ্ধ
সেই একাত্তর সাল।
একুশ মানেই শহীদ মিনার
হাজারো ফুলে সাঝে,
একুশ মানেই মোদের কন্ঠে
ভাই হাড়ানোর গান বাঝে।
একুশ মানেই দেশ বাচাতে যারা
করলো মৃত্যু বরণ,
একুশ মানেই মিনারে ফুল দিয়ে
তাদের কে করা স্বরন।