আবার শুরু পথ চলা
মোহাম্মদ মোবাশ্বির আলম
পথ চলা হল আবার শুরু,
ডজন খানেক স্বপ্ন নিয়ে।
বিশে-বিষ হল শেষ,
জীবনের আহুতি দিয়ে।
বছর শুরুর শুভেচ্ছাটা
সবাই দিয়ে যায়।
পরিবর্তন চিরন্তন,
তা সবাই ভুলে যায়।
প্রয়োজনের প্রিয়জন গুলো
সময়ে বাস্তবতা চেনায়,
চলার পথে প্রতি বাঁকে,
স্বাপদেরা হাত মেলায়।
খুশির আমেজ হাওয়াই বয়ে,
আনবে ডেকে আশা।
বাঁচার জন্য ছুটছে যারা,
পাবে নতুন দিশা।
বছর ঘুরে বছর আসুক,
আনন্দের ভেলায় ভেসে।
আবার সবাই স্বপ্ন দেখুক,
জীবনের প্রান্তে এসে।