দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা—প্রথম স্পর্শ
কলমে✍️এম এ হালিম শিশির
তারিখ —-তাং=১৯/০২/২০২১ইং
————————————————————————!
আজও শত ব্যস্ততার মাঝে আমার যুগল আঁখির ফ্রেমে তোমার পদচারণা ঠিক যেন আগের মতোই বহমান।
যেমনটা তৃষিত নদী বারবার শুকিয়ে যাওয়ার পরেও জোয়ারের পানির অপেক্ষায় নিস্তব্ধ হ’য়ে নিজেকে হাসায়।
আমি’তো তোমার পৃক্ত কথার বিক্ষিপ্ত আঘাতে নিজেকে বুঝিয়েছি বারংবার,,
কখনো সম্পর্কের দ্বিখণ্ডিত মনোভাব মস্তিষ্কের গহ্বরে জাগতে দেইনি।
এই ভেবেই যে তুমিতো আমার জীবনের সেই প্রথম সুপ্ত অনুভূতির নরম স্পর্শ, যে স্পর্শে আমার মৃত্তিকার দেহ’জুড়ে সৃষ্টি হয়েছিলো নতুন এক সুখানুভূতির ভূমি কম্পন। যা আমার জীবনের বয়ে চলা জাগতিক সব নিয়ম শৃঙ্খলা ভেঙে চুরমার করেছিলো। তখন থেকেই আমার জীবনে যেন নতুন এক তুমি নামক সূর্য উদিত হলো, যার আলোতেই আমি এখন দৈনন্দিন জীবনের সব খাতে তোমাকেই খুঁজে পাই।
অথচ না বলার দুঃসাহসিকতা আমার অগোচরে তুমি হঠাৎ হারিয়ে যাবে কখনো ভাবতেই পারিনি,,,,,,
তাই ভালোবাসার নিখুঁত যন্ত্রণায় আমার মতো হয়তো আরো অনেকেই এইভাবেই একাকীত্বের বিষাদিত যন্ত্রণায় ছটফট করে মৃত্যুর সীমানায় পৌঁছে যায়, যেমনটা আমি দেখেছি অমানবিক মানুষের গুলিবিদ্ধ হ’য়ে অবুঝ অতিথি পাখি মৃত্যুবরণ।
আমি দীর্ঘ কয়েকটি বছর পরেও তোমার প্রথম স্পর্শের অনুভূতির সজীবতা জড়িয়ে আজও বেঁচে আছি,,
এই ভেবেই যে তোমার প্রতিচ্ছায়া আমাকে প্রতিটি খাতে প্রাণবন্ত ও উদ্বেলিত করে রাখে।
অতঃপর তুমি যেখানেই থাকো তোমার রেখে যাওয়ার প্রথম সুখানুভূতিতেই আমি আমার জাগতিক সকল সুখ শান্তি খুঁজে পাই নিমিষেই।