পথে বসে নিঝুম নিশিতে নীরবচারী হয়ে
ছোট্ট দুটি শিশু কাঁদছে আনমনে?
নেই আশা- নেই ভাষা বলবে কার কাছে
পিতা- মাতা কোথায় তাদের খোঁজে হন্যে হয়ে,
কোলে শুয়ে ছোট্ট শিশু ঘুমায় একান্তে
আর্তনাদে ভরপুর আজব দুনিয়াদারে।
নিঃস্ব তারা ভবঘুরে! ভাষামাধুর্য্যের জোয়ারে বেবাগী,
নির্বাক আর দূর্বিপাকে হোঁচট খেয়ে
পথের ধারে বসে নির্জন একাকী?
প্রতিঘাতের গোপন জ্বালা ভিতরটা জুড়ে
কল্পনার জাল বিছিয়ে পথে পথে ঘুরছে নিরবধি,
মনের পাটাতনে অভিব্যক্তির ছায়া
আর্তনাদ আর দীর্ঘপথের নেই ঠিকানা।
পিছন পানে পাথর রিক্ত জনতা শূন্য
আহারে এমন কেউ নেই হৃদয়ানুভূতির পুন্য,
পথশিশুর মাতায় হাত বুলাবে সুনিপুণ প্রক্ষেপণীয়
মায়ামোহ ভাষায় একটু সহানুভূতির চূর্ণ।
হিম শীতল হাওয়াতে পথশিশুর কাকুতি
মনোনিবেশ অদম্য বাঁচতে চায় নির্মম,
পথশিশুর আর্তনাদে হৃদয় হয় মকরন্দ
ছোট্ট দুটি শিশু সুনির্দিষ্ট পথটি পাক এই কাম্য?