বসন্ত,
তুমি আসবে বলে স্বাগতম জানাই।
তুমি আসবে হয়ে প্রেমে সেরা কানাই।
তুমি আসলে ডালে ফুটবে কত ফুল।
তুমি আসলে নদে শান্ত দুটি কূল।
তুমি এসেছ জেনে কোকিল ডাকে গাছে।
তুমি এসেছ বলে পাখপাখালি নাচে।
তুমি আসলে যেন ফুটে আম্রমুকুল।
তুমি আসলে ফুটে বকুলেরই ফুল।
প্রিয়তমা,
তুমি বাতাসে এলে হৃদয়ে লাগে দোলা।
তুম বাতাসে দিলে হাওয়া মন ভোলা।
তুমি প্রেমেতে এসে জোড়ালে কী মায়ায়।
তুমি প্রেমেতে থেকো খুঁজিবো হাওয়ায়।
তুমি আসাতে আমি হারিয়ে যাই সুখে।
তুমি আসাতে বাজে প্রেমের সুর বুকে।
তুমি প্রেমেতে আছ জমানো ভালোবাসা।
তুমি প্রেমেতে এসো এইতো করি আশা।
তুমি বসন্ত নামে এলে প্রেমের খামে।
তুমি বসন্ত বেশে যৌবনের কামে।
তুমি এলে ঠিকই এলো না প্রিয়তমা
তুমি এলে সুখেতে বুকেতে ব্যথা জমা।
তুমি আসবে ফিরে মাঝে বারংবার,
তুমি আসবে বলে হাসবো হাসি আবার।
তুমি এলে পৃথিবী হয়ে যায় বাহারি।
তুমি এলে ধরণী হবে রূপকুমারী।