তোমাতে অন্তহীন
আসমা আক্তার
আমিতে হারিয়েছি তুমি ভেবে।
সুখে তোমার হারিয়েছি আমি ভেবে।
পদতলে তোমার হয়েছি ভূমি,
ভূমিতে হয়েছি প্রেমবৃহ্ম।
রদ্দুরে পুরে হয়েছি ছাউনি,
ছায়াতে তুমি প্রেম যাপনকারী।
তোমাতে আমাতে এক আত্মার এক মালাতে হয়েছে প্রেম শুদ্ধ।
আমিতে দেহের মিলনে তুমি কামনায় আসক্ত।
দেহের ভিন্নতায় আমিতে তুমি প্রেমে আবদ্ধ।
তোমাতে অন্তহীন প্রেমে মোর আত্মা পরিশুদ্ধ।
তোমার আমার দেহের মিলনে নাই বা থাকুক কোনো আসক্তি।
তোমার আমার আত্মার মিলনেই পরম পরিতৃপ্তি।