শিরোনাম – আস্তানার খোঁজে
কলমে – অরূপ মন্ডল
তারিখ – ১৮|০২|২০২১
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
উন্মুক্ত আকাশের নিচে আমার স্বপ্নের ইমারত।
সভ্যতার প্রতিটি ক্ষণে তোমায় বেসেছি ভালো।
জ্যোৎস্না আলোর নিঝুম রাতে তোমার আগমন।
স্বার্থম্বলিত মানুষ গুলির মাঝে আমার প্রত্যাশায় কালোছায়া।
ক্ষনকের কিছু চাওয়ার আসায় তোমার প্রশ্রয়েই আমার আশা।
লাল নীল সভ্যতার স্রোতে তরি ডোবা কিছু নিঃস্বার্থ স্বপ্ন।
বাসাহীন সর্বশান্ত পাখীর ন্যায় বাসা বাঁধবার প্রচেষ্টায়।
জীবনের এহেন রঙ্গ মঞ্চে সবার থেকে পাওয়া সম্মান অবহেলা।
বালির স্তূপের মতো আমার স্বপ্ন ভাঙে আর গড়ে।
ধ্বংসকারীদানবগুলি স্বপ্ন ভঙ্গার নিরলস প্রচেষ্টায়।
জীবনের প্রতিটি মুহুর্তে তোমাকে ঘিরেই আমার আনাগোনা
চাঁদের আলোর ন্যায় তোমার থেকে কিছু পাওয়া আশায় শূন্য হৃদয়।
তুমি থাকলে গড়ব আমি মানব দেবতার শ্রেষ্ঠ ইমারত।
ধুলিষ্যাত হবে হিংস্র দস্যুগুলির হাজারো চেষ্টা।
অগ্নি শিখার মতো ছড়িয়ে যাবে মানবতার পূজা।
বেইমান সমাজের মানুষকে দেব অন্তরের নিদারুণ ব্যথা।
কামানের গোলায় রাঙ্গানো হবে স্বার্থপর দুনিয়া ।