দৈনিক কবিতা প্রতিযোগীতা।
শিরোনামঃ
করিতে পারিনা অপমান,
কলমে ঃকাজী সেলিনা মমতাজ শেলী।
১৮/০২/২০২১
বসন্ত এসেছে আজিকার বনে ফাগুনের স্বপনে,
কই তেমন করে তুমি আসোনা তো আমার জীবনে।
শ্রাবনের চোখে জল মুছে দিয়েছে ওই চৈত্র বৈশাখ,
কই তেমন করে ছড়াও না তো আমার মনে অনুরাগ।
যেমন করে ভোরের কিরণ হাসে ওই পাহাড় চূড়ায়,
কই তেমন করে তুমি আসোনা তো হৃদয় ধরায়।
ঊষার বালুকা ধূসর মরু সাহারার নিঠুর প্রান্তে,
আমি কেমন আছি তুমি এলেনা তো জানতে।
পশ্চিমাকাশে কখন সন্ধ্যা নামে জানতে পারিনা,
কই আগের মতো করে তুমি আমায় আর ডাকোনা।
জীর্ণ খাঁচাটি পড়ে আছে মনের বেদনার বালুচরে
কই আগের মতো তুমি আমায় ডাকোনা তো নাম ধরে।
পরাজিত ভালোবাসা, তবু অমৃত হয়ে বাঁচতে চায়,
কই আগের মতো এই হৃদয়ে তোমার খুঁজে না পাই।
সংসার স্রোতে গুণী জ্ঞানী কত মানুষ নিখিলের ভীড়ে,
কই তেমন করে তুমি আসোনা তো আমার নীড়ে।
অসীম সংসারে শূন্য পানে চেয়ে কত পথিক চলে যায়,
কই তোমন করে আঁখি জলে তোমার আর না পাই।
শৈশব সন্ধ্যায় সব আনন্দ যেন আজ অগ্নি সমান,
কই তেমন করে আমি আজও করিতে পারি না অপমান