দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা——-অসহায়ত্বের যন্ত্রণা
কলমে—-✍️এম এ হালিম শিশির
তাররিখ——:১৭/০২/২০২১ইং
————————————–!
স্বার্থন্যাসী মন আমার আজ নিজের সুখানুভূতি খুঁজতে একেবারেই বিমুখ,
চোখের সামনে কতটি বছর হতদরিদ্র মানুষের জীবন্ত লাশগুলো আমাকে প্রতিনিয়ত বিক্ষিপ্ত করে ঠিক মস্তিষ্কের গহ্বরে, তাদের হতাশাগ্রস্ত জীবনচিত্র আমাকে চতুর্থপ্বাশ হতে সময়অসময়ে যেন খামচে ধরে আমার সুপ্ত অমানবিক মৃত্তিকার বিন্যাসে গড়া দেহটাকে।
বড্ড বিষণ্ণ মস্তিষ্ক বিগলিত ভাবনায় আমি চারপাশের রাষ্ট্রীয় কর্ণধারকে চিৎকার করে বলতে ইচ্ছা হয় আমাকে এক পেয়ালা বিষ দাও না হয় তোমাদের ব্যাংভর্তি অর্থের সামান্য কিছু অর্থানুদানে আমাকে প্রদান করো,যেন চারপাশ জড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষকে কিছু অন্নদানে তাদের অনাহারী মুখের বিশুদ্ধ চকচকে হাসি এই বসুধা দেখতে পায়।
যেন ছিন্নমূল মানুষের দুরাশার চাহনি নিয়ে প্রতিনিয়ত আমাকে চারদেয়ালে নৈশপ্রহরীর মতো জেগে থাকতে না হয়।আজকাল যারা খাচ্ছে’তো খাচ্ছেই যে পুরো পৃথিবীটা আমভর্তা বানিয়ে খেলেও তাদের স্বাদ আর তৃপ্তি মিটবে’না-
চারপাশ ক্ষুধার্ত মানুষগুলোর পেটের জ্বালা নিয়ে তীর্থ কাকের মতো চাহনি দৃষ্টি তাদের চোখে পড়ে না,অথচ আমরা কথা বললেই বলি মানুষ মানুষের জন্য। এমন মস্তিষ্ক বিগলিত যন্ত্রণার অবাস্তবিক ভাষা আমাকে দিনের পর দিন জাগতিক বাস্তবতার জীবনকে বড্ড বিষাক্ত করে যাচ্ছে, তাই আমি আজ অনাহারী ও অসহা মানুষের কাছে এক অমানবিক নিষ্ঠুর প্রাণাত্যা।