“ভালোর সাথে আলোর পথে”
✍️তৌফিক আল আমীন (তক্বী)
হে মানব নিজের চাল-চলন,
করো মধ্যপন্থা অবলম্বন।
নিজের কন্ঠস্বর করো ক্ষীণ,
যদি খোঁজে পেতে চাও দ্বীন।
এ জীবন হবে একদিন হরণ,
করতে পারবে না কেউ বারণ।।
সময়টা করিও না তুমি ক্ষয়,
নেক আমল করো সঞ্চয়।
মিথ্যে দাপট আর সাপোর্ট,
বানাবে বরং তোমায় লম্পট।
কুচক্রীরা বলবে তোমার জয়,
সে জয়ের কারণটি’ই তো ভয়।।
হে মানব কায়েম করো নামাজ,
গড়ে তুলতে সাবলীল সমাজ।
কুরআন করো তিলাওয়াত,
দাও দাওয়াত জাতে যে কুজাত।
তবে তুমি হবে সকলের তাজ,
বাড়বে সম্মান পাবে না লাজ।।
প্রচার করো আশার বাণী,
নিজেরে না ভাবিয়া জ্ঞানী।
লড়ো হে মানব ওদের বিরুদ্ধে,
যারা সৎ সুসভ্যতাকে করে নিন্দে।
লড়ো বন্ধ করতে হানাহানি,
সেই সাথে খুনা-খুনি, রাহাজানি।।