শিরোনাম – বেদনার সমুদ্রে ।
কলমে- কবির আহম্মেদ।
তাং- ১৫/০২/২০২১.
বেদনার বালুচরে প্রখর উত্তপ্ত মরুসাহারা –
কষ্টের নুড়ি পাথরে বুকটা মোর করে খাঁ-খাঁ।
জ্বালাময়ী প্রেয়সীর ঐ শান বাঁধানো ঘাটে –
স্নিগ্ধকর স্নান হয়না আর কষ্ট নদীর উপকূলে।
বিষাদের বিষন্নতারা নীলাভ অন্তর কোনে –
জ্বলে পুড়ে ছাড়খার আমার হৃদয় পিঞ্জিরার উঠোন।
নীলাঞ্জনার নীল গহীন বিষ বাষ্পে ধরে কাঁপন।
অন্তর নামে বসত ভিটা অনাদরে ভীষণ বেদন।
সুখ-সুখ করে চোখের নদী পুড়ছে কষ্টের জলে –
জীবনের ভাজে ভাজে দুঃখরা লুটোপুটি খেলে।
ভীষণ ব্যাথা বিষমাখা যাতনার অসহনীয় বিষমানলে –
অনল দহনে দগ্ধ মন বিষাদগ্রস্ত ভাটা লেগেছে দেহে।
তীব্রতর যন্ত্রণার লেলিহান আগুনে ভস্মীভূত –
বাগান বিলাসি মুকুল সুবাস ঝরে দারুণ বেদনাতে।
চেনা জানা মানুুষ গুলো আসেনা আর গৃহে –
দুঃসময়ে প্রাণ প্রিয়তমার ভালবাসা হয়ে যায় ফিকে।
মনপিঞ্জরের ষ্টেশনে আমি হেটে চলছি বিরহী পথিক –
সীমাহীন আঁকা বাঁকা মেঠোপথে ক্লান্ত চোখের পাতা।
কষ্টের যাত্রা পথে সুখানুভূতি ফ্রেমে আমি দিশেহীন-
বেদনার সমুদ্রে সোনালি সুখ কুড়াই কষ্ট ঝরা সীমান্তে।