“যেতে দাও মোরে”
কলমেঃ উশৈমং মারমা
বাবা-মা তোমরা মোরে যেতে দাও,
খাতা, কলম আর স্কুল ব্যাগ কিনে নাও।
আমি লেখাপড়া করব; বিদ্যালয়ে যাব,
সবার সাথে কলেজে যাব; বিশ্ববিদ্যালয়ে যাব।
মোরে গৃহকর্মের আবদ্ধ করো না,
লেখাপড়া থেকে মোরে বঞ্চিত রেখো না।
সম্প্রতি নিরক্ষরতা মোরে ভাবায়,
বাস্তবতা বর্ষা মেঘের মত মোরে কাদায়।
দু’আখি থাকতে দৃশ্যহীন আমার,
থাকবো আর কতকাল আধার।
অধৈর্য এই জাদুকর জীবন,
বির্বতন করতে চাই এই মন।
সম্প্রতি মোদের সমাজের চিত্র,
নেই কোন আগেকার মত একত্র।
ঘরে ঘরে নেশা জলের বোতল,
গায়ে গায়ে বিভাজন মানবের দল।
শিক্ষা মোদের আগামীর পথচলা শক্তি,
শিক্ষা মোদের জীবনের চাবিকাঠি।
শিখতে দাও মোরে প্রকৃত শিক্ষা,
জানতে দাও মোরে নিরক্ষরেখা।
জানতে দাও মোরে মনুষ্যত্ব সংজ্ঞা,
উপলদ্ধি করতে দাও মোরে প্রজ্ঞা।
আর কতকাল থাকবো পর পায়ের,
না পারছি সমাজের সমধিকার মায়ের।
আমি একজন আদর্শ মানুষ হব,
আমি একজন সুনাগরিক হব।
যেতে দাও মোরে; যেতে দাও।
………….সমাপ্ত………..
Absolutely wonderful
Thanks you
ভালো হয়েছে। সামনে এগিয়ে যেতে আরো লেখালেখি করবেন।
অশেষ ধন্যবাদ, দাদা
শুভ কামনা রইলো
অশেষ ধন্যবাদ