, আমি স্বাধীনতা দেখিনি।
দুর্জয় রায়
আমি স্বাধীনতা দেখিনি।
দেখেছি অশ্রু ঝরা,প্রতিচ্ছবি।
আমি স্বাধীনতা দেখিনি।
দেখেছি আহাজারি, কান্নার প্রতিচ্ছবি।
আমি স্বাধীনতা দেখিনি।
দেখেছি মা বোনের,ইজ্জত লুটার প্রতিচ্ছবি।
আমি স্বাধীনতা দেখিনি।
দেখেছি শত-শত লাশের প্রতিচ্ছবি।
আমি স্বাধীনতা দেখিনি।
দেখেছি ইতিহাসের পাতায় পাতায় লিপ্ত।
আমি স্বাধীনতা দেখিনি।
দেখেছি একদল মানুষের।
স্বাধীনতা নিয়ে আছে ক্ষিপ্ত।
আমি স্বাধীনতা দেখিনি।
শুনেছি অনেক স্বাধীনতার গল্প।
তার থেকেই জমিয়েছে।
স্বাধীনতার প্রতি ভালোবাসার জম্ম।