দৈনিক কবিতা প্রতিযোগিতা।
কবিতাঃ-বসন্ত বিলাপ
কলমেঃ-বিমান বিশ্বাস
তারিখঃ-১৩/০২/২০২১
নব প্রস্থানের দিকে চলেছে জীবন,
কারন আমার না জীবনে কখনো বসন্ত আসেনি।
এসেছে দোসর ফাগুনের দোলন চাঁপার
অগ্নি উত্তাপ!
যাতে পুড়ে ছাই হয়ে গেছে
ছাই হয়ে গেছে না পাওয়ার ইচ্ছেগুলো।
তবু আজও !
চাঁদ-তারা দেখি;
দেখি শত শতাব্দীর ধূসর নীল আকাশ,
শুনি নির্জন বাতাসের বাঁকা হাসির নিষ্ঠুর নিঃস্ব কলরব।
দেখি চেয়ে;
যুগের অতীতে হারিয়ে যাওয়া ভাঙা নীলিমার রক্ত প্রবাহ,
আর দেখি
প্রেমের বসন্তের আত্মহনন।
সেই কবেই না তোমাকে বলেছিলাম-
অপার্থিব আকুলতায় বেঁধেছে আমায়,
ধূলো মাখা মনের ক্যানভাসে আঁকি মরসুমী প্রেমের প্রলাপ।
আমি না;
হৃদয় পঞ্জিকায় থেকে থেকে উঁকি দিয়ে দেখি,
এই বুঝি হবে বসন্তের প্রথম অধ্যায়ের হবে আনাগোনা
কিন্তু দেখি শুধুই মরীচিকা!
যে আর ফিরবে না কখনও
রাত্রির ভীড় আর প্রাণহীন দিনপঞ্জিতে দেখি;
দেখি, না আসা বসন্তের প্রতিচ্ছবি,
সে আর আসবে না জেনেও!