মানবতা
দুর্জয় রায়
তুমি মানুষ,আমি মানুষ।
কেন করছ হানাহানি।
রক্তে মাংসে গড়া আমরা।
এক সৃষ্টির দান।
কেউ বলে আল্লাহ।
কেউ বলে ভগবান।
ইশ্বর কেউ বলে।
গড বলে কেউ।
সবাই মানুষ আমরা।
সৃষ্টির সেরা ঢেউ।
সৃষ্টিকর্তা একজন আছে
চারজন তো নয়।
ভিন্ন মানুষ,ভিন্ন নামে ডাকে।
একটা হিসাব করে দেখ।
সৃষ্টিকর্তা চারজন হলে।
তাদের মাঝে ঝগড়া হবে নাকো,
সৃষ্টিকর্তা চারজন হলে।
সূর্য উঠতে চারটি দিকে
প্রশ্ন করো নিজের মনকে তুমি।
বিবেক বুদ্ধি করছে তোমায় সৃষ্টিকর্তা দান
কেউ বা ভাঙ্গে মন্দির কেউবা মসজিদ
তাতে সব হবে অবসান।
মানবতাই শ্রেষ্ঠ ধর্ম ও তাতে মহিয়ান।