ভালোবাসা চির নবীন
কলমে : সব্যসাচী প্রামানিক
১২/০২/২০২১
আমি কি এখনো আগের মতন আছি গো তোমারি চোখে ?
নাকি পাকা চুলে বুড়িয়ে গিয়েছি যেমন বলছে লোকে ?
তুমি আজো আছো আমার চোখেতে স্বপ্নের সোহাগিনী,
এত বছরের সংসার মাঝে লক্ষ্মীর স্বরূপিনী !
এখনো গোলাপ লালিমা ছড়ায় তোমার রূপেতে মিলে !
আমি করজোড়ে প্রার্থণা করি ভালোবাসা তিলে তিলে।
বয়স হয়েছে আমাদের জানি,মধুবন মনে আজো !
গম্ভীর তুমি মুখেতে শুধুই অন্তরে রাধা সাজো !
সেই রাধিকার খোঁজ আমি জানি,প্রেমে বিগলিত বন্যা।
আমি যে প্রেমিক শ্রেষ্ঠ সেজেছি,তুমি সে রূপসী কন্যা !
তাই তো এসেছি দুয়ারে তোমার গোলাপ নিয়েছি হাতে !
জগতের প্রেম লুটিয়ে দিয়েছি,লয়েছি তোমারে সাথে !
তাইতো গড়েছি সংসার মোরা প্রেমের বাসনা মানি,
তুলিয়া দিয়েছি তব করতলে সুখের কুটির খানি !
নিজেও তোমার সেবায় করেছি উজাড় জীবন মোর,
তবুও কাটেনি সুন্দরী ওগো তব ভালোবাসা ঘোর !
তুমিও আপন প্রেম সুধা রসে ভরিয়ে দিয়েছো মোরে,
নিজেরে ত্যাগিয়া আমার হয়েছ,বাধিয়াছো প্রেমডোরে ।
চাইনা মুক্তি ওগো প্রিয়তমা এ নিবিড় প্রেম হতে,
বারে বারে যেন ভাসিতে পারি গো এমন প্রেমের স্রোতে !